চট্টগ্রাম নগরীর মিয়াখান নগরে বাড়ির মালিককে ফাঁসাতে গিয়ে পানির ট্যাংকে ফেলে দুই বছরের শিশু আবদুর রহমান আরাফকে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বৃহস্পতিবার আসমিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানা যায়।
মৃত্যদণ্ডিত আসামিরা হলেন: চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরের মো. ফরিদ, শিশু আরাফের পরিবার যে বাড়িতে ভাড়া থাকত, সেই ভবনের দারোয়ান মো. হাসান ও হাসানের মা নাজমা বেগম। রায়ের পর তাদের জেল হাজতে পাঠানো হয়। খবর বিডিনিউজ২র
Leave a Reply