রাত শেষ হলেই খাগড়াছড়ির ৫টি ইউনিয়নের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। রোববার দুপুর ২টা থেকে নির্বাচন সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে বলে জানা যায়। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ব্যালট পেপার, বক্স, সিলসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে যাত্রা শুরু করেছেন।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা রিকল চাকমা জানান, পানছড়ির সদর, লোগাং, চেঙ্গী, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৯৯৯ জন। ৫ ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ৪৬টি। মহিলা ও পুরুষ ভোটার সংখ্যা সমান। খবর বাংলাদ্বারার
Leave a Reply