শুক্রবার (৩ সেপ্টেম্বর) সিআরবির সোনার দেহত হাত লাগাইতু দিতাম ন’- শিল্পী আলাউদ্দিন তাহেরের এ গানটি সিআরবি রক্ষা আন্দোলনে উদ্বোধন করেন। সেই গানটিকে থীম সং হিসেবে স্বীকৃতি দিয়েছে সিআরবি রক্ষা আন্দোলনকারী নাগরিক সমাজ,চট্টগ্রাম।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে গানটির শিল্পী আলাউদ্দিন তাহের বলেন, আমি এ গানের মাধ্যমে সাধারণ মানুষের মনের আকুতিটুকু ব্যক্ত করার চেষ্টা করেছি। আমরা প্রত্যেকে চাই, সিআরবির এ সোনার দেহে যেন কেউ হাত না দেয়, একটি গাছও যেন কাটা না হয়। এসময় তিনি কৃতজ্ঞতা জানান গানটির গীতিকার আরেফিন রিয়াদের প্রতি।
নৃত্য শিল্পী রিয়া দাশ চায়নার পরিচালনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্য নিকেতনের শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আলাউদ্দিন তাহের, রুবেল চৌধুরী প্রমুখ।
Leave a Reply