মোটর সাইকেল চুরির মামলায় চাটখিল উপজেলা শ্রমিক লীগ নেতা বাহার জমদ্দার কে গতকাল রাতে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বাহারের বাড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা জমাদ্দার বাড়ি।
জানা যায়, বিগত কয়েকমাস থেকে মোহাম্মদপুরে বাইক,অটোরিক্সা,ফ্রিজ,টিভি থেকে বিভিন্ন ধরনের দামি জিনিসপত্র চুরি আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছিলো।কিন্তু মামলা হলেও সংবদ্ধ গ্রুপ বরাবরই ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছিলো উপযুক্ত প্রমাণের অভাবে।
গত ২৫ আগস্ট রাতে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমদ্দার বাড়ি থেকে দরজা ভেঙ্গে কবির হোসেনে বাইক চুরি হয়। পরদিন ২৬ আগস্ট মামলা পর গতকাল দুপুরে বাবলু নামের এক আসামি গ্রেফতার হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজি চালক অপর আসামি ইউসুফের শশুর বাড়ি মোহাম্মদপুর থেকে বিকালে মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ।
কিন্তু ইউসুফ ও ডিস ব্যবসায়ী সোহাগকে গ্রেফতারের জন্য পুলিশের চেস্টা অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় এউ চক্রটি বিশাল আর এদের নেতৃত্ব দিচ্ছে ইউসুফের ভাই চাটখিল উপজেলা শ্রমিক লীগ নেতা বাহার।
চারদিন মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে রাতে চায়ের দোকান থেকে ফ্রিজ ও টিভি চুরি আর থানায় মামলাও হয়।এই মাসের ০৩ তাখিরে একই এলাকায় সহেল নামের এক লোকেরও দোকান চুরি ও পরবর্তীতে থানায় মামলায় হয়।একই রাতে প্বাশবর্তী বাবুরপুর গ্রামে সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বারের বাইক ও পাম্প মেশিন চুরি হয় বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা জানান, বাহার মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিপনের মাধ্যমে উপজেলা শ্রমিক লীগের নেতা হয় আর বিভিন্ন নেতাদের কাছে প্রতিষ্ঠিত এই যুবলীগ নেতার মাধ্যমেই হয় বলে এলাকায় আলোচিত।
Leave a Reply