কভিড-১৯ আক্রান্ত হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন। তার মায়ের সেবায় নিয়োজিত রয়েছে এক উপসচিবসহ মোট ২৪ জন কর্মকর্তা ও কর্মচারীরা।
তাদের জন্য লিখিত নির্দেশনা দিয়ে তিন দিনের জন্য চার শিফটে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিলো। তাদের কে থাকতে হচ্ছে ২৪ ঘণ্টা হাসপাতালের করোনা ইউনিটে।
২৩ আগস্ট (সোমবার) বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। তবে এই ধরনের কর্মকাণ্ডের কথা অস্বীকার করলেন সচিবের একান্ত সচিব আজিজুল ইসলাম৷ বিষয়টি কেউ উদ্দেশ্য মূলকভাবে করেছেন বলে জানান।
সেই হাসপাতালে গেলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
নির্দেশনায় বলা হয়, এই ২৪ জন কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব সমন্বয় করছেন, সচিবের একান্ত সচিব আজিজুল ইসলাম।
Leave a Reply