চট্টগ্রামে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় ছয় বছরের এক শিশুর অঙ্গহানির ঘটনায় শিশুটির চিকিৎসা এবং ক্ষতিপূরণ বাবদ ৫ কোটি টাকা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন বাংলাদেশ হাইকোর্ট। জ্বালানি সচিব, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ মোট ৬ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
২২ আগস্ট (রোববার)বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শিশুটির পিতা মোহাম্মদ ইব্রাহিমের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
Leave a Reply