১৮ বছরের ওপরে হলেই কোভিড-১৯ ভ্যাকসিন নিতে পারবেন বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রী।
করোনা প্রাদুর্ভাবে গত বছরের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় ১৮ বা তদুর্ধ্ব শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে টিকা নিতে পারবে বলে জানান। ১৮ ঊর্ধ্ব শিক্ষার্থীদের টিকা নিতে পারবে বলে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে জানান শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিস্তারিত৷
মন্ত্রণালয় থেকে জানিয়েছেন, এনআইডি সার্ভার থেকে বর্তমানে যে ৫টি তথ্য নেওয়া হয় তার পাশাপাশি পেশার তথ্যও নেওয়া হবে। ১৮-বা তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রীদের এনআইডি নিবন্ধনের সময় পেশা হিসেবে শুধু ছাত্র উল্লেখ করতে হবে। ১৮-বা তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রীদের এনআইডির ভিত্তিতে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, এনআইডি সার্ভার থেকে বর্তমানে যে ৫টি তথ্য নেওয়া হয় তার পাশাপাশি পেশার তথ্যও নেওয়া হবে। ১৮-বা তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রীদের এনআইডি নিবন্ধনের সময় পেশা হিসেবে শুধু ছাত্র উল্লেখ করতে হবে।
১৮-বা তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রীরা এনআইডির ভিত্তিতে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবে।
Leave a Reply