চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত প্রসূতি রোগীদের জন্য চালু করা হয়েছে আলাদা কর্নার। করোনা ইউনিটের অধীনে এ কর্নার চালু করা হয়েছে বলে জানা যায়।
এক বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আলাদা কর্নারে করোনায় আক্রান্ত প্রসূতিদের নরমাল ডেলিভারি ও সিজারসহ সকল প্রকার চিকিৎসা সেবা দেয়া হবে। উক্ত সেবা দেয়ার জন্য একজন অভিজ্ঞ কনসালটেন্টসহ প্রয়োজনীয় ডাক্তার, নার্স এবং অন্যান্য জনবল নিয়োগ দেয়া হয়েছে।
করোনায় আক্রান্ত প্রসূতিদের উক্ত সেবা গ্রহনের জন্য অনুরোধ জানিয়ছেব চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ।
Leave a Reply