ঢাকাঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ার ও ইউনিট বিক্রেতা শূন্য হয়ে আছে। লেনদেন শুরুর পর কোম্পানিগুলোর শেয়ার দর বেড়ে হল্টেড হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) ডিএসই এর সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- স্টাইলক্রাফট,ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, সাউথবাংলা ব্যাংক, শ্যামপুর সুগার, জাহিনটেক্স,খুলনা পাওয়ার, সাফকো স্পিনিং, রিংশাইন এবং আরএন স্পিনিং।
Leave a Reply