সবাইকে একা করে অন্ধকারে চলে যাওয়া গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। তিনি রক ব্যান্ড এল আর বি এর গায়ক ও গীটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন।তিনি তার সংগীতের কারণে জনপ্রিয় সারা বিশ্বে।তার রয়েছে বড় ভক্ত মহল।সংগীতের এই অগ্রপথিক যদি বেঁচে থাকতেন, তাহলে সোমবার (১৬ আগস্ট) তিনি পা দিতেন ৬০ বছরে। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীরা তাকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়।
গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেছিলেন এলআরবি। এরপর ‘রূপালি গিটার’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘মাধবী’, ‘ফেরারি মন’,‘ঘুমন্ত শহরে’, ‘এখন অনেক রাত’, ‘বার মাস’, ‘হাসতে দেখ গাইতে দেখ, ‘উড়াল দেব আকাশে’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সেই তুমি কেন অচেনা হলে’, ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘মেয়ে ও মেয়ে’, ‘কবিতা সুখ ওড়াও’, ‘এক আকাশ তারা’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান এই ব্যান্ড দলটি থেকে উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু। যে গানগুলো এ প্রজন্মের মানুষের মুখে মুখে ঘুরে।
Leave a Reply