চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীকার আন্দোলনের ইতিহাসের পাতায় ধ্রুবতারার মতো জ্বলজ্বল করা এক নক্ষত্রের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।যিনি আমৃত্যু স্বপ্ন দেখেছেন ক্ষুধা-দারিদ্র্য মুক্ত, ন্যায় ও সাম্যের একটি দেশের। বঙ্গবন্ধুর চেতনায় নতুন প্রজন্মকে উদ্ভাসিত করা গেলেই আদর্শ বাংলাদেশ গড়া সম্ভব হবে।
রোববার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চসিক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
Leave a Reply